বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আদালতকে জবাব না দেওয়ায় হাইকোর্টের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ২৩:৩৫

আদালতকে জবাব না দেওয়ায় হাইকোর্টের ক্ষোভ

দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থপাচার মামলায় জারি করা রুলের জবাব দীর্ঘ আট মাসেও না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। রবিবার (২৪ অক্টোবর) এ বিষয়ে এক শুনানিতে এসব কথা বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদুলের বিরুদ্ধে ১৭ অক্টোবর প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ ওই প্রতিবেদনে গ্রহণ করে আদালতে শুনানি হয়। কিন্তু শুনানির সময় বাকি ১৩ বিবাদী জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, 'আদালতের আদেশ কেনো প্রতিপালন করা হয়নি? শুধু পুলিশ আদেশ প্রতিপালন করেছে। বাকিরা কোথায়? এটা ঠিক নয়, আমরা কোর্ট একটা আদেশ দিলাম…আমরা রুল দিয়েছি গত ২৮ ফেব্রুয়ারি। প্রায় এক বছর হয়ে গেল। রুলের জবাবটাই দাখিল করা হলো না। আর কী বলব। এ নিয়ে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।'

পরে ২১ নভেম্বরের মধ্যে বাণিজ্য সচিবসহ ১৩ জনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top