রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ০৬:৪৩

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

রবিবার (২ জানুয়ারী) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম ৫ জানুয়ারি (বুধবার) অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্য করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রবিবার শুনানির দিন ছিল। পরীমণি আদালতে হাজিরও হয়েছিলেন। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান মারা যাওয়ায় আদালতের কার্যক্রম পূর্ণ দিবস মুলতবি করা হয়। এ কারণে আদারত অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে নতুন দিন ঠিক করেন।

এর আগে, ১২ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালত থেকে বনানী থানায় মাদক আইনে করা মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top