মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিচারের পালা আবার! ২১ আগস্ট মামলার আপিল শুনানি এই বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ১৬:০৮

ছবি: সংগৃহীত

একুশে আগস্ট—বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াল দিন। আর সেই দিনের আলোচিত গ্রেনেড হামলা মামলায় এবার নতুন মোড়! বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া সব আসামির বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে এই বৃহস্পতিবার—১৭ জুলাই।

আপিল বিভাগে এই শুনানির দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ। এই মামলায় মূল আসামিদের মধ্যে রয়েছেন—তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (যার ছিল যাবজ্জীবন সাজা) এবং লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (যার ছিল মৃত্যুদণ্ড)।

আদালতে বিএনপির পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকনসহ শীর্ষ আইনজীবীরা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

পেছনে ফিরে দেখি—২০২৪ সালের ১২ জানুয়ারি, হাইকোর্টের এক রায়ে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দেওয়া হয়।  বিচারপতিরা বলেন—এই মামলার বিচারপ্রক্রিয়া ছিল অবৈধ। যে চার্জশিটে রায় দেওয়া হয়েছিল, সেটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এখন সেই আপিলের শুনানির দিন ১৭ জুলাই। আদালতের সিদ্ধান্ত এবার কোন দিকে যায়? আবার কি মামলাটি ফিরবে নতুন বিচারিক পর্বে? নাকি হাইকোর্টের খালাসই বহাল থাকবে?




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top