কিডনির সমস্যা চোখেই প্রথম সংকেত দিতে পারে, জানুন লক্ষণগুলো
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮
কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা মূত্র তৈরি, ক্ষতিকর বর্জ্য বের করা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হরমোনের ভারসাম্য রক্ষার মতো কাজ করে। তবে কিডনি বিকল হওয়ার লক্ষণ দ্রুত ধরা পড়ে না, কারণ একটি কিডনি বিকল হলেও অন্যটি কাজ চালিয়ে নেয়।
বিশেষজ্ঞরা বলছেন, কিডনি খারাপ হওয়ার আগে শরীর কিছু সংকেত দেয়, যা সবচেয়ে আগে চোখে দেখা যায়। কিডনি ঠিকভাবে কাজ না করলে দেহে টক্সিন জমে, পানি ও খনিজের ভারসাম্য নষ্ট হয়। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ হওয়ায় শরীরের পরিবর্তন চোখেই প্রথম প্রকাশ পায়।
চোখে কিডনির অসুস্থতার কিছু সতর্ক সংকেত:
১. ঝাপসা বা দ্বিগুণ দেখা – উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের কারণে চোখের সূক্ষ্ম রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে এমন সমস্যা দেখা দিতে পারে।
২. চোখ শুষ্ক, চুলকানো বা জ্বালা – দীর্ঘস্থায়ী শুষ্ক চোখ প্রাথমিকভাবে কিডনির সমস্যা বা ডায়ালাইসিস নেওয়া রোগীদের মধ্যে দেখা যায়।
৩. সারা দিন চোখ ফোলা – চোখের চারপাশে ফোলাভাব প্রোটিনুরিয়ার কারণে হতে পারে, যা কিডনির প্রাথমিক ক্ষতির লক্ষণ।
৪. রং বোঝতে সমস্যা – বিশেষ করে নীল ও হলুদ রঙের প্রভাব পড়া কিডনির সমস্যা নির্দেশ করতে পারে।
৫. লাল বা রক্তাভ চোখ – উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের কারণে চোখের ক্ষুদ্র রক্তনালি ফেটে এমন হতে পারে।
সতর্কতা:
চোখের সমস্যা দীর্ঘস্থায়ী হলে, সঙ্গে ক্লান্তি, শরীর ফোলা বা প্রস্রাবে পরিবর্তন দেখা দিলে চোখ ও কিডনি দুটোই পরীক্ষা করানো জরুরি। প্রাথমিক সতর্কতা অবলম্বন করলে কিডনির গুরুতর জটিলতা এড়ানো সম্ভব।
সূত্র: মায়ো ক্লিনিক
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।