বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ডেঙ্গু জ্বরে আরও ২৭৮ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২১, ০৩:০২

ডেঙ্গু জ্বরে আরও ২৭৮ রোগী হাসপাতালে

দেশে গত এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৭৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীতে বসবাস করেন। এর মধ্যে, রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২৫৭ জন এবং ঢাকার বাইরে হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ২১ জন।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৬ জনে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১১৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫০৯ জন রোগী।

উল্লেখ্য, ডেঙ্গু সন্দেহে ২১ আগস্ট পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন এবং আগস্টে এখন পর্যন্ত ২৩ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top