মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

৪র্থ পরীক্ষায় করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৬:১৫

নিজস্ব প্রতিবেদক:

আইইডিসিআরে প্রথম করোনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

কিন্তু তারপরেই আবার, রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে, সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকে, মঙ্গলবার(১৭ নভেম্বর) পুনরায় পরীক্ষা করা হয়। এ তিনটি পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে।

মঙ্গলবার(১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব দুজনই সম্পূর্ণ সুস্থ আছেন।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top