মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হককে নিয়োগ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ১৭:১৮

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর-২ আসনের সাংসদ ও সরকারের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান দুলালকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রতিমন্ত্রীর শপথ নেন ফরিদুল হক। তারপরেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী সোমবার (৩০ নভেম্বর) তিনি প্রথম অফিস করবেন বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রিশূন্য ছিল।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top