বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বিজয় দিবসে অনুষ্ঠান করতে লাগবে পুলিশের অনুমতি

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০, ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক:

১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করা যাবে, তবে সেই বাষয়ে আগে পুলিশকে জানাতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভা শেষে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, এ দিবস উপলক্ষে যারা স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করতে চান তারা করতে পারবেন। কিন্তু সেই বিষয়ে আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। যাতে আমাদের নিরাপত্তা বাহিনী পাশে থেকে দায়িত্ব পালন করতে পারেন।

তিনি আরও বলেন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে গমানাগমন ও পুষ্পস্তবক অর্পণকালীন স্বাস্থ্যবিধি মেনে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেকবারের মত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।

ভার্চুয়াল এ সভায় উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top