বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

হাইকোর্টে যাবেন হিরো আলম, কিন্তু কেন

রাজিউর রাহমান | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ০৫:৩১

ছবি: সংগৃহীত

ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ভোট বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদনও করেছিলেন তিনি। আজ সাংবাদিকদের কাছে সেই চিঠির উত্তর না পাওয়ার কথা জানান তিনি।

বুধবার (২৬ জুলাই) রাজধানীর হাতিরঝিল থানার সামনে হিরো আলম বলেন, আমার আবেদনে সাড়া না দিয়ে ইসি মোহাম্মদ আরাফাতকে গেজেট দিয়েছে। এ বিষয়ে সমাধানের জন্য হাইকোর্টে যাব।

এসময় তিনি বলেন, আমাকে হুমকি দেওয়া আসামিকে পুলিশ দ্রুত আইনের আওতায় এনেছে। মাত্র ১৮ ঘণ্টায় তাকে সিলেট থেকে আটক করেছে। সেজন্য পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ। তবে এভাবেই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যেন চলমান থাকে।

এর আগে, সোমবার (২৪ জুলাই) রাতে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে হিরো আলম হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে একটি জিডি করেন। পরে অভিযুক্ত আসামিকে ১৮ ঘণ্টার মধ্যে আটক করে পুলিশ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top