বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

টুঙ্গিপাড়ায় ইলিশ পোলাও রান্না করে স্বজনদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

শাকিল খান | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ১২:৩৮

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ হাতে ইলিশ পোলাও রান্না করে স্বজনদের পরিবেশন ও তাদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাতের রান্না খেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বজন ও শেখ পরিবারের সদস্যরা।

গতকাল বুধবার আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

আওয়ামী লীগের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট দিয়ে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায় সে জন্য তিনি পরম মমতায় একটি একটি করে তুলে পাতে দিচ্ছিলেন।

মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও। অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে যাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করে আত্মীয়স্বজনদের মধ্যে।

এর আগে ২০২০ সালের জানুয়ারি স্ত্রী-কন্যাসহ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান গিয়েছিলেন গণভবনে। সেখানে আলাপের এক পর্যায়ে সাকিবের স্ত্রী শিশির প্রধানমন্ত্রীকে তার প্রিয় খাবারগুলোর কথা জানান। পরে ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী নিজ হাতে সেই খাবারগুলো রান্না করে পাঠান সাকিবের বাড়িতে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top