বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

রায়হান রাজীব | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৪, ১৬:০৮

ছবি: সংগৃহীত

আজ রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে, এগুলো অতিক্রম করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে।'

তিনি বলেন, 'মাটি ও মানুষের সঙ্গে যে সরকারের, যে দলের সম্পর্ক সেই দল কোনো বিদেশি চাপ বা দেশি চাপের কাছে নতি স্বীকার করে না। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। পথে পথে বাধা, পদে পদে বাধা—এটা আমরা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনপূর্ব পরিস্থিতি। এখন নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারব না। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ আসবে আমরা জানি,'।

আজ প্রথমবারের মতো অফিস করছেন, নব গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা।

সম্পাদনাঃ রাশেদ রাসেল

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top