ফরিদা পারভীন হাসপাতালে, লালনসংগীতের মহারাণী লড়ছেন জীবনের জন্য
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১৭:০১

লালনসংগীতের মহারাণী, বাংলা সংস্কৃতির জীবন্ত প্রতীক ফরিদা পারভীন—আবারও হাসপাতালে ভর্তি। তিন দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে আইসিইউতে রাখা হলেও, রবিবার তার অবস্থার সামান্য উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়। তবু, স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলছেন—এখনও মোটেও নিশ্চিন্ত হওয়ার মতো অবস্থা নয়।
তিনি জানালেন, গত কয়েক মাসে তিনবার আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে এই শিল্পীকে। ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। শরীর এখন এতটাই দুর্বল যে তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না।
১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে যাত্রা শুরু। তারপর দেশাত্মবোধক গান গেয়ে দর্শকের হৃদয় জয়। লালন সঙ্গীতে দীক্ষা নিয়েছেন সাধক মোকসেদ আলী শাহর কাছে।
১৯৮৭ সালে পেয়েছেন একুশে পদক। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড’। আর ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা। তিনি গড়ে তুলেছেন ‘অচিন পাখি স্কুল’, যেখানে শিশুরা শেখে লালনের গান, ভাব, জীবনদর্শন।
আজ যখন তিনি হাসপাতালের বিছানায়, তখন বাংলা গানের হাজারো প্রেমিক প্রার্থনা করছে—এই লালনকন্যা যেন আবার সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মাঝে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।