রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

হঠাৎ মহা-সমাবেশে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতে আমির

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১৮:১৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘটলো এক ব্যতিক্রমধর্মী ও বিরল ঘটনা। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দলটির আমির ডা. শফিকুর রহমান সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।


বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে তিনি বক্তব্য প্রদান শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পর প্রচণ্ড গরমে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হঠাৎ তিনি মঞ্চেই পড়ে যান। নেতাকর্মীরা দ্রুত তাকে সহায়তা করে উঠে দাঁড় করান। কিছুক্ষণ পর আবারও তিনি পড়ে যান।
ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করছে দলটির নেতা-কর্মীরা ও রাজনৈতিক বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top