সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে, তারেক রহমানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১৮:২৩

ছবি: সংগৃহীত

তরুণদের প্রথম ভোট হোক গণতন্ত্রের প্রতীক—ধানের শীষে! শাহবাগে ছাত্রদলের সমাবেশে এমনই আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ—এই বার্তা নিয়েই সামনে এগোতে চায় বিএনপি।

রোববার, ৩ আগস্ট। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে আয়োজিত হয় জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ। এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন—তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষে। বাংলাদেশে রাজনীতির ধরন বদলাতে হবে—শুধু কথা বলার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি চাই। পতিত স্বৈরাচার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখনই সময় ছাত্রদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার।

তিনি আরও বলেন—নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সব ষড়যন্ত্র মোকাবেলায় শিক্ষার্থীদের থাকতে হবে সজাগ। সমাবেশের সূচনা বক্তব্যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন—ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। তারেক রহমান নির্দেশ দিলে, ছাত্রদল সারা দেশ অবরোধ করে দিতে পারে। এই বার্তা কেবল একটি দলের নয়, এটি এক প্রজন্মের—যারা স্বপ্ন দেখে বদলে দেওয়ার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top