মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই বিপ্লব এক বছর পর—কী আছে ঘোষণাপত্রে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১২:২০

ছবি: সংগৃহীত

৫ আগস্ট — বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। আজ, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। এদিন বিকেল ৫টায়, জাতীয় সংসদের দক্ষিণে মানিক মিয়া অ্যাভিনিউতে পাঠ করা হবে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র। দেশজুড়ে চলছে চরম উদ্দীপনা।

সরকারি উদ্যোগে লাখো মানুষ ঢাকায় একত্রিত হচ্ছে। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সারাদেশে চলছে সাংস্কৃতিক উৎসব, গান, নাটক, ও ড্রোন শো! সকালেই ৬৪ জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপাসনালয়ে চলছে প্রার্থনা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিয়েছেন বিশেষ বাণী—

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা। তবে কৌতূহলের কেন্দ্রে একটিই বিষয়— কী আছে জুলাই ঘোষণাপত্রে?

সূত্র জানায়, তাতে থাকবে শেখ হাসিনা সরকারের পতনের পটভূমি, বিরোধী দলের সংগ্রামের স্বীকৃতি, এবং নতুন রাষ্ট্রগঠনের রূপরেখা। এই ঘোষণাপত্রে গুম, খুন, দুর্নীতি, ব্যাংক লুটের বিচারসহ ভবিষ্যৎ অবাধ নির্বাচনের অঙ্গীকারও থাকতে পারে।

এমনকি আলোচনা চলছে, এই ঘোষণাপত্র সংবিধানের অংশ হবে কি না! বাংলাদেশ কোন পথে হাঁটবে? নতুন ইতিহাস শুরু হবে আজ, পাঁচই আগস্ট — জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে। বিকেল ৫টা। চোখ রাখুন টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায়। এটাই ভবিষ্যতের সূচনা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top