মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জুলাই ঘোষণাপত্র প্রকাশ আজ, এক নতুন বাংলাদেশের সূচনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১২:৩৫

ছবি: সংগৃহীত

আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে — কারণ আজই প্রকাশিত হচ্ছে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। আজ ৫ আগস্ট, যেটা এখন থেকে পরিচিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৫টায় পাঠ করা হবে সেই বহু প্রতীক্ষিত ঘোষণাপত্র, যা জন্ম দিয়েছে এক নতুন বাংলাদেশের।

এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিগত একমাসের অস্থিরতা, প্রতিবাদ, এবং গণআন্দোলনের বিজয় ছাপিয়ে এখন সময়—ঘোষণার।

অনুষ্ঠানটির আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পরিচালনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

সকাল ১১টা থেকেই শুরু হয়েছে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠান। টং-এর গান দিয়ে শুরু হয়ে, পারফর্ম করেছেন সাইমুম, কলরব, শূন্য, সোলস, ওয়ারফেজ, মৌসুমি, এলিটা সহ অনেকে। দুপুর ২টা ২৫ মিনিটে উদযাপিত হয় ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ। এটা সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণ, যখন শেখ হাসিনা দেশত্যাগ করেন—এক গণঅভ্যুত্থানের চাপে।

দিনভর চলেছে নোটস অন জুলাই প্রজেক্ট—জনতা নিজের অভিজ্ঞতা লিখে জানাচ্ছে, তাদের চোখে কেমন ছিল জুলাই বিপ্লব। সন্ধ্যায় লাখো কণ্ঠে গাওয়া হবে সেই গান: কতো বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা...এবং সবশেষে — স্পেশাল ড্রোন ড্রামা ও আর্টসেল-এর পারফরম্যান্স দিয়ে শেষ হবে দিনভর চলা এই উদযাপন।

আজকের এই দিন—শুধু উদযাপন নয়, এক নতুন পথচলার সূচনা। এটাই হলো সেই মুহূর্ত, যখন একটি দেশ তার গণতান্ত্রিক ভবিষ্যতের ঘোষণা দিয়ে দেয় বিশ্বকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top