মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

রঙ মুছে গেলে মানুষ না, ছায়া হয়!

২০২৫-এ এসেও শিশুর রঙ নিয়ে বিদ্বেষ? কোথায় যাচ্ছি আমরা?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৩:০৩

ছবি: সংগৃহীত

গায়ের রংই কি সব? ২০২৫ সালে এসেও যখন একটা ছোট্ট বাচ্চা শুধু তার ত্বকের রঙের জন্য ট্রল হতে থাকে তখন মনে হয়, আমরা আসলে কই এগোলাম? সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেত্রী দেবলীনা কুমার এর কান্নার একটি ভিডিও ক্লিপ—কারণ তার ছোট্ট সন্তানকে নিয়ে চলছে রীতিমতো বিদ্বেষের বন্যা। শুধু গায়ের রং একটু শ্যামলা বলেই এই অবুঝ শিশুকে কটাক্ষ করা হচ্ছে!

বুঝে-শুনে না জেনে, কে যেন বলে ফেলল, ‘কালো বাচ্চা’, ‘মায়ের মতো হয়নি’ আর বাকিরা তার পেছনে হেঁটে দিলো, ট্রলের বৃষ্টিতে ভিজিয়ে দিলো একটা নিষ্পাপ প্রাণ। মা বলছেন—বাচ্চাটা খুব সেন্সিটিভ, ও বুঝতে পারে... আজকাল কাঁদে বেশি।

আমার একটাই প্রশ্ন—এই কিউট শিশুটিকে দেখে বিদ্বেষ ছড়ায় কার মন? কে বলেছিল জানো? রং মুছে গেলে মানুষ না, ছায়া হয়। তাই রং দিয়ে নয়, মন দিয়ে মানুষ চিনো ভাই। তোমার শিশুটিও একদিন কারও চোখে হবে ‘অন্যরকম’—তখন যেন তার চোখেও জল না আসে।

আসুন, বদলে ফেলি এই রঙভিত্তিক মানসিকতা। গায়ের রং নয়, শিশুর মন, হাসি আর হৃদয়ই হোক আসল পরিচয়। আপনি আমি যদি চুপ থাকি, কালকে হয়তো এই বিদ্বেষ আমাদের ঘরেও ঢুকবে। তাই আজই বলি—কালো বলে কেউ খাটো না, সাদা বলে কেউ বড় না। মানুষ হিসেবে বড় হওয়া—এই হোক পরিচয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top