৫ আগস্ট, বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, রাতে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৪:১৭

৫ আগস্ট—জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই ঐতিহাসিক দিনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন তিনি। এতে উপস্থিত থাকবেন দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা।
ঘোষণাপত্র পাঠের আগেই জানানো হয়েছে—রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হবে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ।
দিনব্যাপী মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের নানা প্রান্ত থেকে মানুষ অংশ নিচ্ছেন এই জাতীয় আয়োজনে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়েছে খোলা আমন্ত্রণ—শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, নারী-পুরুষ—সবাই যেন অংশ নেন এই ঐতিহাসিক উদযাপনে।
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হবে আজকের ঘোষণাপত্রে। আর রাতের ভাষণে মিলবে জাতির সামনে ভবিষ্যতের দিকনির্দেশনা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।