ড. ইউনূসের পাশে সেই মেয়েটি—যার ভাই শহীদ হয়েছিলেন ১৯ জুলাই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৭:০৪

৫ আগস্ট—এক বছর পেরিয়ে গেছে সেই দিনটির, যেদিন ইতিহাস বদলেছিল। আর মঙ্গলবার, ঠিক বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করা হলো ‘জুলাই ঘোষণাপত্র’।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একজন—ড. ইউনূসের পাশে দাঁড়ানো এই তরুণী। কে তিনি? তিনিই সাবরিনা আফরোজ শাবন্তী। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন। ১৯ জুলাই যিনি শহীদ হন, মাথায় গুলির দাগ নিয়ে।
ভাইয়ের রক্তাক্ত মাথা আর সেই ছেলেটির উচ্চতা আজ যেন দেশের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শাবন্তীর কণ্ঠে ছিল সাহস, যন্ত্রণার সঙ্গে আশার মিশেল।
শুধু একটি বোনের বক্তব্য নয়—এটা ছিল পুরো জাতির তরফ থেকে ভবিষ্যতের কাছে শপথ। শোষণের বিপরীতে, নতুন এক বাংলাদেশের প্রতিজ্ঞা।
এই তরুণী আর তার শহীদ ভাই—তাদের গল্প যেন আজ ‘জুলাই ঘোষণাপত্র’-এর প্রতিটি লাইনে বেঁচে আছে। তাদের রক্তেই লেখা হচ্ছে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।