বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

প্রবাস থেকে ফেরা বাবার কান্না: আমার সব কেড়ে নিলো কে?

প্রবাসফেরত বাহার ফিরলেন স্বপ্ন নিয়ে, পেলেন সাতটি মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৬:২৬

ছবি: সংগৃহীত

ওমানে আড়াই বছর পরের প্রতীক্ষিত ফেরা—ভাবেনি বাহার উদ্দিন, এটাই তার জীবনের সবচেয়ে ভয়াবহ দিন হয়ে উঠবে। তিনি ফিরেছিলেন মেয়েকে কোলে নেওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু দেশে নেমে পেলেন স্ত্রীর, মেয়ের, মায়ের—আরও চারজন প্রিয়জনের মরদেহ...

লক্ষ্মীপুরের চৌপল্লীতে প্রবাসফেরত বাহারকে বহনকারী মাইক্রোবাস পড়ে যায় রাস্তার পাশের খালে। ড্রাইভার ছিলেন ঘুমে। আর এক নিমিষে নিভে যায় একটি পরিবারের সাতটি প্রাণ।

জানাজার পর বাড়ির উঠানে বসে বাহার চিৎকার করে বলেন—আমার সব কেড়ে নিলো কে? মেয়ে মীমকে প্রথমবার কোলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিয়ে যেতে হলো কবরে।

এই দুর্ঘটনায় নিহত হয় বাহারের স্ত্রী কবিতা (২৪), মেয়ে মীম (২), মা মুরশিদা (৫০), নানী ফয়জুন (৭০), ভাতিজি রেশমি (৯), লামিয়া (৮) এবং ভাবি লাবনী (২৫)।

একদিকে প্রবাস থেকে ফেরা, অন্যদিকে এমন সর্বনাশা শোক—যেখানে বাবা মাত্র একবার কোলে নিয়েছিলেন মেয়েকে, সেখানেই আজ বয়ে নিচ্ছেন তার খাটিয়া। এই কান্না শুধু এক বাবার না—এই কান্না গোটা দেশের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top