ঘোষণাপত্রে জিয়ার প্রশংসা, শেখ মুজিবকে উপেক্ষা—বার্গম্যান বললেন দুঃখজনক
জুলাই ঘোষণাপত্র একতরফা ও পক্ষপাতদুষ্ট: ডেভিড বার্গম্যানের বিস্ফোরক বিশ্লেষণ
রাজীব রায়হান | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৮:১৯

ডেভিড বার্গম্যান—ব্রিটিশ সাংবাদিক, বাংলাদেশ রাজনীতি ও ইতিহাস বিশ্লেষণে দীর্ঘদিনের অভিজ্ঞ একজন কণ্ঠ। এবার তিনি মুখ খুলেছেন ২০২৪ সালের জুলাই ঘোষণাপত্র নিয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস ঘোষণাপত্র পাঠ করার পরদিন, বার্গম্যান তার ফেসবুকে লেখেন—
এই ঘোষণাপত্রে ইতিহাসের অনেক অংশই পক্ষপাতদুষ্ট এবং একতরফা। আওয়ামী লীগবিরোধী মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, এতে ১৯৭৫ সালের শেখ মুজিব হত্যাকাণ্ড পর্যন্ত উল্লেখ নেই। জিয়াউর রহমানের শাসনকাল তুলে ধরা হয়েছে একতরফাভাবে, আর ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে আখ্যা দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলক।
ঘোষণাপত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারী শিক্ষা, জলবায়ু সাফল্য—এই সব ইতিবাচক দিক বাদ পড়েছে বলে অভিযোগ তার। তবে তিনি স্বীকার করেন, ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষা, ১৯৭১-এর মূল চেতনা সঠিকভাবে তুলে ধরা হয়েছে।
অধ্যাপক ইউনূস, যিনি একসময় অরাজনৈতিক ভাবমূর্তির প্রতীক ছিলেন—এই দলিলের সঙ্গে তার নাম থাকা দুঃখজনক। শেষে বার্গম্যান বলেন, তিনি ইউনূস সরকারের কিছু কাজের সমালোচক হলেও, অনেক অর্জনকেও তিনি সম্মান করেন। এই ঘোষণাপত্র কি ইতিহাসের পক্ষপাত, না নতুন বাংলাদেশের রূপরেখা?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।