শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সমুদ্রতীরে রাজনীতির দিকনির্দেশনা খুঁজলেন নাগরিক পার্টি নেতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৪:৩২

ছবি: সংগৃহীত

রাজনীতির আগুনে যখন সবকিছু প্রশ্নবিদ্ধ, তখন এক নেতা নিজের মত করে উত্তর খুঁজেছেন, সাগরের পাড়ে বসে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গেলেন কক্সবাজার—আর ফিরেই পেলেন শোকজ। জবাবে তিনি জানালেন, কোনো রাষ্ট্রীয় বা দলীয় দায়িত্ব ছিল না সেদিন। তাই ঘুরতে গেছেন—কিন্তু সেটা নিছক ঘোরাঘুরি নয়।

তার ভাষায়—এই সফর ছিল রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্ত চিন্তা-ভাবনার জন্য। তিনি বলেন, গণঅভ্যুত্থান, নাগরিক পার্টি, ভবিষ্যৎ সংবিধান—এসব নিয়েই গভীরভাবে ভাবতে চেয়েছেন সমুদ্রের পাড়ে বসে।

কিন্তু গুজব উঠলো—তিনি নাকি পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে! নাসীর সাফ জানালেন—এটা পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। হোটেল কর্তৃপক্ষও তা নিশ্চিত করেছে।

নাসীর বললেন—ঘুরতে যাওয়া অপরাধ নয়। এবং এই শোকজকে দেখলেন এক সভ্যতা বনাম অসভ্যতার সংঘাত হিসেবে। নেতার নির্জন চিন্তা কি জন্ম দেবে নতুন কোনো রাজনৈতিক ঢেউয়ের?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top