মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

পাঁচটি এমওইউ, তিনটি নোট বিনিময়ে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও সুদৃঢ়

রাজীব রায়হান | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৪:৫৮

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার হলো—একসাথে সই হলো পাঁচটি সমঝোতা স্মারক আর তিনটি নোট বিনিময়! মালয়েশিয়া সফরের প্রথম দিন, ১২ আগস্ট—প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে কুয়ালালামপুরের পুত্রজায়ায় এই চুক্তিগুলো সই হয়।

তিনটি নোট বিনিময়: উচ্চশিক্ষা খাতে সহযোগিতা। কূটনীতিকদের প্রশিক্ষণ সহযোগিতা। হালাল ইকোসিস্টেম উন্নয়ন।

পাঁচটি এমওইউ: প্রতিরক্ষা খাতে সহযোগিতা। এলএনজি, পেট্রোলিয়াম ও অবকাঠামো খাতে কাজ। বাংলাদেশ ও মালয়েশিয়ার স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা। এমআইএমওএস সার্ভিসেস ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের মধ্যে প্রযুক্তি-বাণিজ্য সহযোগিতা। দুই দেশের জাতীয় চেম্বার অব কমার্সের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা।

সকালে ড. ইউনূসকে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এরপর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়, যেখানে এসব চুক্তি সই ও নোট বিনিময় সম্পন্ন হয়।

এই চুক্তিগুলো বাস্তবায়ন হলে শিক্ষা, প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও প্রযুক্তি—সব ক্ষেত্রেই বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top