মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা

বাংলাদেশে ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৫:০৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত—মালয়েশিয়া সফরে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস!

১২ আগস্ট সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে ড. ইউনূস জানান—২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, আর সেই অনুযায়ী প্রস্তুতি চলছে।

ব্রিফিংয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন—বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ আছে, পরিবেশ স্থিতিশীল ও ব্যবসাবান্ধব।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন—এটি বাংলাদেশের জন্য বড় মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ, যা সমাধানে আসিয়ানের সহায়তা জরুরি।

এর আগে সকাল ১০টায় পুত্রাযায়ায় আনুষ্ঠানিক বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ ও রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সই হয় পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অব এক্সচেঞ্জ, যা দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top