১৫ আগস্ট ঘিরে ফানুস উড়ানো নিষিদ্ধ করলো পুলিশ

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ২০:০৯

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীতে একদিনের জন্য যে কোনো ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞাটি ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

যদিও বিজ্ঞপ্তিতে কারণ উল্লেখ করা হয়নি, পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন—শুক্রবার আওয়ামী লীগের কালো ফানুস উড়ানোর পরিকল্পনার খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএমপি সাধারণত বড়দিন বা থার্টি ফার্স্ট নাইটের মতো অনুষ্ঠানে ফানুস, পটকা ও আতশবাজি ব্যবহার না করার নির্দেশনা দিয়ে থাকে, কিন্তু সেই নির্দেশনা মানায় শিথিলতা দেখা যায়। ফানুসের কারণে পূর্বে দগ্ধ হওয়ার ঘটনা, বাসা-দোকানে অগ্নিকাণ্ড, এমনকি মেট্রোরেলের লাইনে আটকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছিল।

এর আগে গত বছর, আতশবাজি ও ফানুস নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top