বনানীতে ইন্টারনেট ব্যবসায়ী রাব্বি খুন, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৬:৪৪

রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা লাউঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি নিহত হয়েছেন। রবিবার দুপুরে র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, ঘটনার দুই মূল আসামি আ. মালেক মুন্না ও মাকসুদুর রহমান হামজা শুক্রবার রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দিন, ১৪ আগস্ট ভোরে রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকনকে সঙ্গে নিয়ে সিসা লাউঞ্জে যান। রাতে চতুর্থ তলা থেকে নামার সময় মুন্না ও হামজা তার পথরোধ করেন। তর্ক-বিতর্কের এক পর্যায়ে মুন্না রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় রাব্বিকে আশপাশের লোকজন দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। র্যাব জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে হামজা ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়। হত্যায় ব্যবহৃত চাকু পরে মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়।
মুন্না ও হামজা বর্তমানে রিমান্ডে রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বনানী থানার আদালত তাদের মোট চার দিন রিমান্ডের আদেশ দিয়েছেন। এর আগে চারজনকে গ্রেপ্তার করা হয়, ফলে মামলায় মোট ছয়জন আসামি গ্রেপ্তার হয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।