জাতীয় সনদে অস্পষ্ট ধর্মনিরপেক্ষতা: বার্গম্যানের মত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৭:১১

জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া। যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান এই খসড়া পড়ে তার মতামত প্রকাশ করেছেন। বার্গম্যান বলেন, সনদে বেশিরভাগ প্রস্তাবই প্রগতিশীল, যার মাধ্যমে স্বাধীন প্রতিষ্ঠান গঠন ও প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের চেষ্টা করা হয়েছে।
তবে তিনি লক্ষ্য করেছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি’ সংক্রান্ত অংশে ধর্মনিরপেক্ষতার অবস্থান অস্পষ্ট রাখা হয়েছে। সনদের ৭ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে—‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ অন্তর্ভুক্ত থাকবে।
বার্গম্যান বলেন, এটি ধর্মনিরপেক্ষতার অংশ বাতিল করছে না, বরং নতুন শব্দগুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব। এর ফলে ভবিষ্যতে নির্বাচিত সরকারের অধীনে ধর্মনিরপেক্ষতা নিয়ে বিতর্ক সমাধান সম্ভব।
তিনি সনদের কয়েকটি তথ্যও সমালোচনা করেছেন—যেমন ১,৪০০ জন নিহতের সংখ্যা, যা সরকারী তালিকার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের অন্তর্ভুক্তি নিয়ে যথাযথ প্রমাণ নেই। বার্গম্যানের মতে, সনদে কিছু ইতিবাচক সংস্কার রয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সীমিত সম্মতি এটিকে জনগণের সর্বোচ্চ ইচ্ছার প্রকাশ হিসেবে দেখানো ঠিক নয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।