রোহিঙ্গা সমাধানে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৭:২৮

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সম্মেলন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশ করবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্ন—সবই আমরা এই সম্মেলনে তুলে ধরতে চাই।
সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫শে আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা। ঢাকায় থাকা বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করা হবে।
ড. খলিলুর রহমান আরও জানান, বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে। এটি আন্তর্জাতিক সমর্থনের এক শক্তিশালী প্রতীক। এটি একটি স্থায়ী সুযোগ, যেখানে রোহিঙ্গাদের সমস্যা, আশা এবং সমাধানের পথ সবিস্তারে আলোচনা হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।