ধর্ষণের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দিলো ব্রিগেডিয়ার জেনারেল আশাকে
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫, ১৭:২৮

বাংলাদেশ সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত কর্মকর্তা ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব চ্যানেলে অভিযোগ করেন যে, এক মেজরকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে তার স্ত্রীকে কোরবানির ঈদের রাতে ধর্ষণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আশা।
আইএসপিআর জানিয়েছে, সামাজিক মাধ্যমে অভিযোগ প্রকাশের আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং সেনা আইন অনুযায়ী সতর্কতার সঙ্গে তদন্ত শুরু করা হয়েছিল। সংবেদনশীলতা ও ভুক্তভোগী নারীর মর্যাদা রক্ষার জন্য প্রক্রিয়াটি গোপন রাখা হয়েছিল।
অভিযোগকারী নারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। উক্ত প্রাক্তন কর্মকর্তা আগে অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেনা চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন। মানবিক কারণে, সন্তানের এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল।
আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনী নৈতিকতা ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।