২৪ আগস্ট থেকে আসন সীমানা শুনানি শুরু করবে ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৭:১৬

ছবি: সংগৃহীত

আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি শুনানি। নির্বাচন কমিশন ২৭ আগস্ট পর্যন্ত এই শুনানি চালাবে।

প্রথম দিন, ২৪ আগস্ট শুনানি হবে কুমিল্লা অঞ্চলের জন্য। এরপর ২৫ আগস্ট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল, ২৬ আগস্ট ঢাকা অঞ্চল এবং ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তি শোনা হবে। ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুনানি শেষে সংশ্লিষ্টদের রায় জানানো হবে।

ইসিতে ইতোমধ্যে ৮৩টি আসন নিয়ে এসেছে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি। এগুলো নিষ্পত্তি করেই চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ৩০ জুলাই প্রকাশিত খসড়ায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে এবং বাগেরহাটের আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top