ডাকসু নির্বাচনে বামপন্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫, ১৭:৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে বামপন্থী ছাত্র সংগঠন ও প্রগতিশীল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল। মঙ্গলবার দুপুরে মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেলের ঘোষণা দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
এই প্যানেলে সহসভাপতি বা ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি, সাধারণ সম্পাদক পদে মেঘমল্লার বসু এবং সহসাধারণ সম্পাদক পদে জাবির আহমেদ জুবেল।
এ ছাড়া মুক্তিযুদ্ধ সম্পাদক পদে মোজাম্মেল হক, মানবাধিকার সম্পাদক পদে আকাশ আলী, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা, সাহিত্য সম্পাদক পদে ফারিয়া মতিন, ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুমসহ মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। প্যানেলে ১২ জন নারী, ৩ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মনোনয়ন পেয়েছেন।
সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী তাসনিম আফরোজ অভিযোগ করেন, নির্বাচনের শুরুতেই পক্ষপাতমূলক আচরণ হয়েছে এবং ছাত্রদলের সঙ্গে অসদাচরণ করা হয়েছে।
জিএস প্রার্থী মেঘমল্লার বসু বলেন, নারী-পুরুষ, আদিবাসী ও বাঙালি মিলে বৈচিত্র্যময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে এই প্যানেল। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ ব্যাপকভাবে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।