জুলাই সনদের ৩ দফায় আপত্তি, স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১১:১৩

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের খসড়ার তিনটি দফায় আপত্তি জানিয়েছে বিএনপি—এগুলো হলো ২, ৩ ও ৪ নম্বর দফা।সোমবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত তারেক রহমান।

বিএনপি নেতাদের মতে, খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য আছে। বিশেষ করে জুলাই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার প্রস্তাব তারা মেনে নিচ্ছে না। এটি ভবিষ্যতে খারাপ নজির তৈরি করবে বলে মন্তব্য তাদের।

এছাড়া আপিল বিভাগকে সনদের ব্যাখ্যার এখতিয়ার দেওয়া, আদালতে প্রশ্ন তোলার নিষেধাজ্ঞা—এসব বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা।

খসড়া পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে সালাহউদ্দিন আহমদসহ তিন নেতাকে। ৮৪ দফার মধ্যে কোন প্রস্তাবে ঐক্যমত আর কোনটিতে ভিন্নমত—এ বিষয়েও বিএনপি চূড়ান্ত মতামত দেবে ঐকমত্য কমিশনে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top