সাবেক মেয়র কিরণ রিমান্ডে, আতিকুলকে দেখানো হলো গ্রেপ্তার

রাজীব রায়হান | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫, ১৫:৩৩

ছবি: সংগৃহীত

ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। একই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেছেন।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত কিরণকে তিন দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইশতিয়াকসহ অন্যদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করা হয়। ইশতিয়াকের পেটে গুলি লাগে। এর আগে কিরণকে যশোরে আটক করে কারাগারে পাঠানো হয়। আতিককে গ্রেপ্তার করে তিনটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top