ভারতে বসেই ইউনূস সরকার উৎখাতের পরিকল্পনা আরাফাতের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১০:৩৯

ভারতের মাটিতেই বসে ফের ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ‘অবৈধ’। আর তার একমাত্র লক্ষ্য— শেখ হাসিনাকে দেশে ফেরানো।
আরাফাত বলেন, হাসিনার পতনের পর থেকে তার ব্যক্তিগত কোনো শখ নেই। দিন-রাত আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, এমনকি ঘুমের নির্দিষ্ট সময়ও নেই তার।
দ্য প্রিন্ট জানিয়েছে, হাসিনার পতনের পর শুধু নেতাকর্মী নন, দুই হাজারের বেশি সাংবাদিক ও সরকারি কর্মকর্তা ভারতে আশ্রয় নিয়েছেন। কলকাতার নিউটাউন হয়ে উঠেছে তাদের প্রধান ঘাঁটি— যেখানে তারা ফ্ল্যাট ভাড়া করে থাকছেন, নামাজ আদায় করছেন, জিম করছেন, এমনকি নিজেরাই রান্না করছেন। ভারত থেকেই এখন নতুন রাজনৈতিক সমীকরণ সাজাচ্ছেন পলাতক আওয়ামী নেতারা।
বিষয়: overthrew
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।