ফেব্রুয়ারির নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার হবে: জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১৭:০১

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান—আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনগণই এখানে মূল ফ্যাক্টর। সবাই নির্বাচনমুখী হলে কোনো বাধা দেওয়া সম্ভব হবে না।
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন—এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে, আর নির্বাচনের আগেই প্রায় সব অবৈধ অস্ত্র উদ্ধার হয়ে যাবে। সীমান্তও সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।
ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন—জনগণের অংশগ্রহণই হবে সবচেয়ে বড় শক্তি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।