লুট হওয়া অস্ত্র–গুলির তথ্য দিলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫, ১৭:৩৪

গতবছরের জুলাই–আগস্টের অস্থিরতার সময় দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া বিপুল অস্ত্র–গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন—তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি বলেন, পিস্তল বা শটগানের খবর দিলে মিলবে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলের জন্য এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ এবং এলএমজি উদ্ধার হলে দেওয়া হবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার। প্রতিটি গুলির খবর দিলেও দেওয়া হবে ৫০০ টাকা করে।
সরকারি হিসাব অনুযায়ী এখনো ১ হাজার ৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও ২ লাখ ৫৭ হাজারের বেশি গুলি উদ্ধারের বাইরে রয়েছে। এসব অস্ত্র ইতিমধ্যেই অপরাধকর্মে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করে বলেন—নিয়োগ বাণিজ্য বা চাঁদাবাজিতে জড়িত কেউ ছাড় পাবে না, এমনকি তার আত্মীয়স্বজনও নয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।