মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

আরজে কিবরিয়ার পাবলিক কৃতজ্ঞতা রুমিন ফারহানার প্রতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১২:৫৫

ছবি: সংগৃহীত

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার আরজে কিবরিয়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন—কোভিডের আগের সময়ে তাঁর জনপ্রিয় অনুষ্ঠান ‘আপন ঠিকানা’ আলোচনায় থাকাকালীন হঠাৎ তাঁর ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়। তখন তিনি ভেবেছিলেন অনুষ্ঠানটির যাত্রা সেখানেই থেমে যাবে।

কিন্তু স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিট পর, এফএম-এর এক সহকর্মী জানায়—রুমিন ফারহানা সাহায্যের কথা বলেছেন। পরে তাঁর উদ্যোগেই পেজটি ঠিক হয়। কিবরিয়ার ভাষায়—যদি সেদিন পেজটা ঠিক না হতো, আপন ঠিকানা হয়তো শেষ হয়ে যেতো।

তিনি আরও জানান—রুমিনের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে খুব কম যোগাযোগ হলেও, রাজনীতির বাইরেও তিনি একজন অসাধারণ মানুষ। শেষে কিবরিয়া লিখেন—রুমিন, আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারতাম, তবে আজ পাবলিকলি জানালাম। কারণ আপনিও আমার আপন ঠিকানার একজন যোদ্ধা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top