প্রকৌশল শিক্ষার্থীরা ঘোষণা করলেন সব বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৪:২০

শাহবাগ ছেড়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা, তবে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা। বুধবার রাত সাড়ে ১০টায় আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদ ঘোষণা দেন—বৃহস্পতিবার দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালন করা হবে। অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এর আগে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাদের সঙ্গে দেখা করে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এরপর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে সংবাদ সম্মেলনে প্রকৌশলী অধিকার আন্দোলনের এম ওয়ালীউল্লাহ জানান—আগামীকাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে তিন দফা দাবি নিয়ে আলোচনা সভা হবে।
তবে জুবায়ের আহমেদ স্পষ্ট করে বলেন—দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, আর বৃহস্পতিবার থেকে শুরু হবে সব বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ শাটডাউন। শিক্ষার্থীরা জানিয়েছেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা মাঠের কর্মসূচি স্থগিত রেখেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।