নুর ইস্যুতে আসিফ আকবরের ক্ষুব্ধ মন্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১২:৫৭

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার রাত সাড়ে ৯টায় পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর মারধরে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

ঘটনার পর দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শোবিজ তারকারাও প্রতিবাদ জানান। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন—আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।

মন্তব্যে কারো নাম উল্লেখ না করলেও অনুরাগীরা মনে করছেন, তিনি সরকারপক্ষের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ইঙ্গিত করেছেন। পোস্টটি মাত্র ৭ ঘণ্টায় পেয়েছে ১ লাখের বেশি রিয়েক্ট এবং ৬ হাজারের মতো মন্তব্য।

নুরকে হাসপাতালে নেওয়ার সময় ভিডিওতে দেখা গেছে, তার মুখ ও বুক রক্তাক্ত, নাক ফেটে গেছে এবং স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা এখনও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top