নিরপেক্ষভাবে আসন সীমানা পুনঃনির্ধারণ: ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন— সর্বোচ্চ সতর্কতা, বিচক্ষণতা ও নিরপেক্ষভাবে আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হচ্ছে। এ বিষয়ে কোনো আদালত বা কর্তৃপক্ষের প্রশ্ন তোলার সুযোগ নেই।
তবে কতগুলো আসনের সীমানা পরিবর্তন হয়েছে, সে সংখ্যা এখনও জানাতে পারেননি তিনি। দল নিবন্ধন প্রসঙ্গে আনোয়ারুল জানান—প্রক্রিয়া প্রায় শেষ, এক সপ্তাহের মধ্যে পরবর্তী ধাপ শেষ করে চলতি মাসেই চূড়ান্ত করা হবে।
এছাড়া তিনি বলেন—ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। অংশীজনদের সঙ্গে সংলাপ শিগগিরই শুরু হবে, রোডম্যাপ অনুযায়ী এ মাসের শেষার্ধে আলোচনা শুরু হওয়ার কথা।
আর সংবিধান ও আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে জানান—আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে চূড়ান্ত হবে, সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।
বিষয়: আসন সীমানা পুনঃনির্ধারণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।