শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে গেলেন বদরুদ্দীন উমর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬

মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দীন উমর। বরেণ্য বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মৃত্যুর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে গেছেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি ৬ পৃষ্ঠার লিখিত ও ভিডিও সাক্ষ্য দেন।
তিনি বলেন—২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিস্ফোরক ও রূপান্তরমূলক ঘটনা।শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন, আর আওয়ামী লীগের পতন হয় মুসলিম লীগের মতোই চূড়ান্ত। অভ্যুত্থানের পরদিনই সারা দেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে শেখ মুজিবের মূর্তি ও ম্যুরাল ভেঙে ফেলে।
হাসিনা নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করেছেন—২০১৪, ২০১৮, এমনকি ২০২৪ সালেও। বিরোধীদের দমন করেছেন আয়না ঘর আর বিচারবহির্ভূত হত্যা দিয়ে। জনগণের সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
তিনি আরও বলেন—আওয়ামী লীগ ভারতের কৌশলগত এজেন্টে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা তারা দলীয় রেটোরিক বানিয়েছে, সত্যিকারের গণতান্ত্রিক চর্চা ধ্বংস করেছে। দুর্নীতি, লুটপাট আর দমননীতির মাধ্যমে রাষ্ট্রকে ভেঙে দিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।