ডাকসু নির্বাচনে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিয়ে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শুরু হয়েছে। ডিসি মোল্লা আজাদ জানিয়েছেন, নির্বাচনের জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশ দায়িত্বে রয়েছে।
ডিসি বলেন, এখন পর্যন্ত ভোট সংক্রান্ত কোনো আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবে পুলিশ তৎপর অবস্থায় থাকবে। রাত ৮টার পর বৈধ পাস ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
এদিকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, ভোটকেন্দ্রে ভোটাররা মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ বহন করতে পারবেন না। নিরাপত্তা ও নিয়ম মেনে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন, এখন ভোটারদের দায়িত্ব হলো শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।