ডাকসু নির্বাচনে শিবিরের বিজয়, ভরাডুবি ছাত্রদলের, উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফল এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি, জিএসসহ ২৩টি পদে জয় পেয়েছে।
ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজারের বেশি ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান মাত্র সাড়ে ৫ হাজার ভোট। জিএস পদে শিবির নেতা এসএম ফরহাদও বড় ব্যবধানে বিজয়ী।
বিশ্লেষকরা বলছেন, ১৫ বছর ক্যাম্পাসের বাইরে থাকার ঘাটতি কাটিয়ে উঠতে পারেনি ছাত্রদল। অপরদিকে শিবির গুপ্ত রাজনীতি চালিয়ে সংগঠন ধরে রেখেছে।
মেয়েদের হলগুলোতেও নজিরবিহীন সমর্থন পেয়েছে শিবিরের প্রার্থীরা। এমনকি দম্পতি প্রার্থী রায়হান উদ্দিন ও উম্মে সালমা দুজনই নির্বাচিত হয়েছেন। অনেকে বলছেন, এটি দক্ষিণপন্থার উত্থানের বার্তা। তবে চূড়ান্ত উত্তর আসবে বিজয়ী প্রার্থীদের কর্মপদ্ধতিতে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।