মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

জুলাই আন্দোলনের ভুয়া মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৭২ জন অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:১৯

সংগৃহীত

গত জুলাই মাসে সংগঠিত আন্দোলনকে ঘিরে দায়ের করা ভুয়া মামলার বিষয়ে বড় অগ্রগতি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রায় ৩৭২ জন আসামিকে অব্যাহতি দিয়েছে পুলিশ। আজ (সোমবার) এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।

পুলিশ জানিয়েছে, এরই মধ্যে ১০৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনও আদালতে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ঢাকা মহানগর, সিলেট, ঢাকা জেলা, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার নাগরিকরা রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২৫১ জনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ঢাকা জেলা ও ঢাকা মহানগরেই রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি। এছাড়া কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রামসহ অন্যান্য জেলার আবেদনগুলোও প্রক্রিয়াধীন।

ভুয়া মামলায় যারা হয়রানির শিকার হয়েছিলেন, পুলিশের এই চূড়ান্ত প্রতিবেদনে তারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অব্যাহতির আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজও চলছে বলে জানা গেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top