নির্বাচনের চেয়ে জুলাই সনদ বেশি জরুরি: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

সংগৃহীত

জাতীয় নির্বাচন সময়মতো হোক বা না হোক, জুলাই সনদ বাস্তবায়নই এখন সবচেয়ে জরুরি। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ (বুধবার) সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।ডা. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমেই বিষয়টি কার্যকর করা উচিত। এনসিসির প্রস্তাব দ্রুত কার্যকর করে আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে।

তিনি মনে করেন, নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ এবং এটি নভেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে।জামায়াতের এই নেতা বলেন, এই নির্বাচন হতে হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীসহ সব বাহিনীর স্থায়ী অবস্থান নিশ্চিত করার দাবি জানান তিনি।তাঁর মতে, সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতের নির্বাচনগুলোতেও চাপ বজায় থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top