মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে: জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১৫:০৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

শনিবার মক ভোটিং পরিদর্শন শেষে সিইসি বলেন, ১৫ বছর ধরে জনগণ ভোট দেওয়ার প্রক্রিয়া দেখেনি। সেটি জানাতে এবং একইসঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে, তা দেখতেই এই মক ভোটিংয়ের আয়োজন।

গণভোট নিয়ে প্রচারণা এখনো শুরু হয়নি। সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে ব্যাপক প্রচারণার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, সামগ্রিক পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে এবং পরিস্থিতি আরও ভালো হবে।

সিইসি আশা করেন, নির্বাচন করতে গেলে যে আদর্শ পরিবেশ দরকার, ইসি সেভাবেই প্রস্তুতি নিচ্ছে এবং তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top