মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ক্ষমতা দীর্ঘায়নের স্বার্থে ঘটানো হয়েছিল পিলখানা হত্যাকাণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫

সংগৃহীত

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে শহীদ পরিবারের মতপ্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে সাবেক বিডিআরের (বর্তমান বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া পিলখানা হত্যাকাণ্ডকে ঘিরে সমালোচনামূলক মন্তব্য করেন।

রাকিন আহমেদ ভূঁইয়া দাবি করেন, “ক্ষমতা দীর্ঘায়নের স্বার্থে শেখ হাসিনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। কোনো সেনা কর্মকর্তা যদি তার কথা না শোনে, তাদেরও অবস্থার ফল হবে পিলখানা হত্যাকাণ্ডের মতো—এটাই ছিল মেসেজ।”

তিনি আরও বলেন, বিডিআর তদন্ত কমিশনের রিপোর্টে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। “মীর জাফরদের বিচার না করলে আরও একটা পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে,” যোগ করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top