শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সামরিক উৎপাদন বেড়েছে সর্বোচ্চ ২২ গুণ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১

সংগৃহীত

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের পর থেকে রাশিয়া তার সামরিক শিল্পখাতে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (২৭ ডিসেম্বর) ক্রেমলিনে প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, যুদ্ধকালে রাশিয়ার সামরিক উৎপাদন সর্বোচ্চ ২২ গুণ বৃদ্ধি পেয়েছে।

পুতিনের ভাষ্য অনুযায়ী, ট্যাংক উৎপাদন বেড়েছে ২.২ গুণ, সামরিক বিমান ৪.৬ গুণ, সাঁজোয়া যুদ্ধযান ও জনবাহী যান (বিএমপি ও এপিসি) ৩.৭ গুণ, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ১২.৫ গুণ এবং রকেট ও আর্টিলারি অস্ত্র উৎপাদন ৯.৬ গুণ বেড়েছে।

তিনি বলেন, “বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করছে প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো। যুদ্ধের ধরন ও কৌশল অনুযায়ী সামরিক উৎপাদনেও পরিবর্তন আনা হচ্ছে।”

পুতিন আরও জানান, সামরিক-শিল্প কমপ্লেক্সের নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে এবং ভবিষ্যতে উৎপাদন ব্যয় কমানো, অস্ত্র পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি উল্লেখ করেন, অস্ত্র খাতে মোট ব্যয়ের প্রায় অর্ধেকই উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ব্যবস্থার পেছনে ব্যয় করা হচ্ছে, যা ভবিষ্যতের সশস্ত্র বাহিনীর রূপ নির্ধারণ করবে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তি জানায়, আগামী ২০২৭-২০৩৬ সালের জন্য রাষ্ট্রীয় অস্ত্র উৎপাদন কর্মসূচিতে ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top