খালেদা জিয়ার মৃত্যুতে মোদি ও শেহবাজ শরীফের গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মহাপ্রয়াণ: বিশ্বনেতাদের শোক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তিনি পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু ছিলেন। পাকিস্তানি জনগণ এই দুঃসময়ে বাংলাদেশের পাশে আছে বলেও তিনি জানান।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গভীর শোক জানিয়েছেন। তিনি ২০১৫ সালে ঢাকা সফরের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক লড়াই, কারাবরণ এবং অসুস্থতার পর গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে উন্নত চিকিৎসা নিতে যান। মে মাসে দেশে ফিরলেও বয়স ও শারীরিক জটিলতার কারণে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারেননি। গত ২৩ নভেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিএনপি ইতিমধ্যে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।