সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবর ‘গুজব’: ড. খলিলুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০

সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া খবরকে ‘গুজব’ বলে মন্তব্য করেছেন বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. খলিলুর রহমান স্পষ্টভাবে জানান, ‘আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব।’

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন খবর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তন নিয়ে আলোচনার মধ্যেই গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেন। এতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে জল্পনা আরও জোরদার হয়।

তবে ড. খলিলুর রহমানের বক্তব্যে এসব গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top